
মোঃ রেজাউল করিম, লালমনিরহাট (জেলা) প্রতিনিধিঃ লালমনিরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম জাকারিয়া প্লাবন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ জুন) দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় লালমনিরহাট-রংপুর মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম জাকারিয়া প্লাবন কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের শাখাতি গ্রামের গোলাম রহমান বাদশার ছেলে।
আহতরা হলেন—হাতীবান্ধা উপজেলার কেতকিবাড়ী এলাকার মো. আবুল কালামের ছেলে মোহাম্মদ ফুয়াদ (২২), এবং পাটগ্রাম উপজেলার জোংড়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে আতিকুর রহমান রিজু (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরগামী একটি ট্রাক মহেন্দ্রনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তিন আরোহী বহনকারী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্লাবন নিহত হন এবং অন্য দুইজন গুরুতর আহত হন।
আরও পড়ুনঃ কলাপাড়ায় ডেঙ্গুতে এক বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বাদল চন্দ্র বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন, অন্য দুইজনের অবস্থা গুরুতর। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।