
হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধি: জাতিসংঘের মানবাধিকার কমিশনের ঢাকা অফিস স্থাপন সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোণা জেলা শাখা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জমিয়তের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক বনানী বিশ্বাসের কাছে এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোণা জেলা সভাপতি মুফতি তাহের কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আনোয়ার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, জেলা ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, প্রচার সম্পাদক হাফেজ আল জিহাদ, মাহবুবুর রহমান, যুবনেতা হাফেজ সৈয়দ ইমরান ও মাওলানা বাইজিদ প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ সরকার জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে ৩ বছর মেয়াদি একটি গোপন চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য গুরুতর হুমকি। এতে আশঙ্কা প্রকাশ করা হয় যে, জাতিসংঘের এই অফিস ইসলামবিরোধী এজেন্ডা বাস্তবায়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। বিশেষ করে সমকামিতা, ট্রান্সজেন্ডার সংস্কৃতি, কথিত বাক-স্বাধীনতার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার মতো চক্রান্ত সামনে চলে আসতে পারে।
আরও পড়ুনঃ সত্য বলার মূল্য গলা কাটা লাশ—তুহিন হত্যায় জবাবদিহি চায় সাংবাদিক সমাজ
দাবিসমূহে উল্লেখ করা হয়, এই চুক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে, পশ্চিমা অপসংস্কৃতি মানবাধিকার আড়ালে প্রমোট করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে, বিচার বিভাগ ও মানবাধিকার কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ন হবে, পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্নতাবাদ উসকে দেওয়া হতে পারে এবং মুসলিম পারিবারিক কাঠামো ও মূল্যবোধ ধ্বংসের আশঙ্কা রয়েছে।
নেতৃবৃন্দ বলেন, আমরা দেশের জনগণ ও ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকে স্পষ্টভাবে বলছি— এই চুক্তি বাতিল করতে হবে। অন্যথায় জাতির ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে। স্মারকলিপির মাধ্যমে তারা জাতিকে সতর্ক হওয়ার আহ্বান জানান এবং দাবি জানান, অবিলম্বে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস খোলার প্রক্রিয়া বাতিল করতে হবে।