spot_img

― Advertisement ―

spot_img

দখলবাজিতে জীবন গেল যুবদল নেতার

মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে সরকারি পুকুর দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারালেন যুবদল নেতা রাহুল সরকার (৩৫)।...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় বহুল আলোচিত মৎস্যজীবী লীগ সভাপতি শাকিল মাহমুদ গ্রেফতার

বগুড়ায় বহুল আলোচিত মৎস্যজীবী লীগ সভাপতি শাকিল মাহমুদ গ্রেফতার

মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও বহুল আলোচিত আসামি মো. শাকিল মাহমুদ (৪২) কে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বগুড়া সদর থানাধীন মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শাকিল মাহমুদের বিরুদ্ধে অস্ত্র আইন, চাঁদাবাজি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে মোট ১০টি মামলা রয়েছে, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।

আরও পড়ুনঃ দূর্যোগকালে মানবতার সেবায় রেড ক্রিসেন্টের অনন্য ভূমিকা : মেয়র ডা. শাহাদাত

গ্রেফতারকৃত শাকিল মাহমুদ শাজাহানপুর উপজেলার জোকা গ্রামের আব্দুল জলিল কেরানীর ছেলে। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”