spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাআশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগে জড়িত দুই শ্রমিক গ্রেপ্তার

আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগে জড়িত দুই শ্রমিক গ্রেপ্তার

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৫ আগস্ট) রাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

গ্রেপ্তারকৃতরা হলো— রংপুরের বদরগঞ্জ উপজেলার উত্তর বাউচার গ্রামের মতিউর রহমান (২৮) এবং নীলফামারীর ডিমলা উপজেলার দোহারপাড়া গ্রামের তৌহিদুল ইসলাম (২৫)। তারা আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং নাসা গ্রুপে চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অনন্ত গার্মেন্টসে কয়েক’শ বিক্ষুব্ধ শ্রমিক ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধরের ঘটনা ঘটায়। এতে ২১ জন আহত হন, এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় অনন্ত গার্মেন্টসের ডেপুটি ম্যানেজার (প্রশাসন) খাজের আহমেদ বাদী হয়ে অজ্ঞাত কয়েক’শ জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা করেন।

আরও পড়ুনঃ রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

গার্মেন্টস কর্তৃপক্ষ জানিয়েছে, ওইদিন উৎপাদন বন্ধ থাকায় ৯৫ লাখ টাকার ক্ষতির পাশাপাশি ভাঙচুরে আরও ১০ লাখ টাকার ক্ষতি হয়। সর্বমোট এক কোটি পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানটির।

ওসি আব্দুল হান্নান বলেন, গ্রেপ্তার দুই শ্রমিককে যৌথ বাহিনী থানায় হস্তান্তর করেছে এবং শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।