মাহমুদুল হাসান, জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে শুরু হচ্ছে ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪’। এই সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে , অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ আব্দুল ওদুদ, মাননীয় সংসদ সদস্য, ৪৫ চাঁপাইনবাবগঞ্জ-০৩।
“প্রাণিসম্পদে ভরবো দেশ ,গড়বো স্মার্ট বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখেই আয়োজিত হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনী ২০২৪। প্রাণিসম্পদ আমাদের কৃষি খাতের প্রবৃদ্ধিতে বিরাট অবদান রাখছে।
এ ছাড়া অন্য প্রায় সব খাতেই প্রাণিসম্পদ কম-বেশি ভূমিকা রাখছে। প্রাণিসম্পদ সবচেয়ে বড় ভূমিকা রাখছে আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ক্ষুধা নিরসন এবং সবার জন্য পুষ্টিবিধান ও দারিদ্র্য নিরসনসংক্রান্ত লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের নেতৃত্বে সবুর-রাজিন
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করে দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টির মাধ্যমে ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তদের অনুকুল পরিবেশ তৈরি করা। সাথে উন্নত জাতের পশু পাখি বিজ্ঞান ভিত্তিক লালন-পালন সম্পর্কে ধারণা দেওয়া হবে।
দেশের বিভিন্ন উন্নত জাতের গরু, মহিষ, ছাগল-ভেড়া, দুম্বা, ঘোড়া, কবুতর, খরগোশ, কুকুর, বিড়াল, হাঁস-মুরগিসহ গৃহপালিত নানা ধরনের প্রাণির দেখা মিলবে এই প্রদর্শনীতে।