spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাসাভারে জমি নিয়ে বিরোধে বাধা ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

সাভারে জমি নিয়ে বিরোধে বাধা ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ঢাকার সাভারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কাজে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একাধিক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীরা সাভার মডেল থানায় অভিযোগসহ একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের বড় কাকর মৌজা এলাকায়। রবিবার সকালে নিরাপত্তার দাবি জানিয়ে জমির মালিক নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন।

ভুক্তভোগীরা জানান, বড় কাকর মৌজার আরএস ৫২২ দাগের জমির মালিক ছিলেন সুলতান আহমেদ মোল্লা, নুর ইসলাম মোল্লা, নূর মোহাম্মদ মোল্লা ও দিলু মোল্লা। পরবর্তীতে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জসিম উদ্দিন মোল্লার অংশ ক্রয় করেন নজরুল ইসলাম, রফিকুল বারী ও নাসিম হায়দার। তবে রাস্তার সংলগ্ন অংশে উন্নয়নকাজ শুরু করতে গেলে সাগুফতা এন এন হাউজিং লিমিটেডের কর্তৃপক্ষ তাদের পেছনের অংশ নিতে চাপ প্রয়োগ করে।

অভিযোগে বলা হয়, সাগুফতা হাউজিংয়ের মালিক জুয়েল মোল্লা ও শরিক দিলু মোল্লার নির্দেশে আশিক মোল্লা ও সাঈদ মাদবর সন্ত্রাসী নিয়ে কাজে বাধা দেন। তারা ভেকু চালককে মারধরসহ ভয়ভীতি প্রদর্শন করেন।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, গত ২৮ জুন সকালে জমিতে কাজ শুরু করলে আলুবদী গ্রামের দীন মোহাম্মদ মোল্লা, তার ছেলে বাপ্পি মোল্লা ও আশিক মোল্লা কাজ বন্ধ করে দেন। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন এবং ভুক্তভোগীদের রাজনৈতিকভাবে জড়িয়ে মিথ্যা মামলার ভয় দেখান।

আরও পড়ুনঃ শাজাহানপুরে জামায়াত মনোনীত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

ভুক্তভোগীরা এ ঘটনায় ২২ আগস্ট আবারও থানায় জিডি করেন। অভিযোগের পর সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জমির মালিক নজরুল ইসলাম বলেন, “আমরা দলিলমূলে ক্রয়কৃত জমিতে ভোগ দখল করছি। কিন্তু প্রতিপক্ষ নানা অজুহাতে আমাদের কাজে বাধা দিচ্ছে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, “অভিযোগ ও জিডি পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে অভিযুক্তদের একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।