
মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে অস্ত্র পরিষ্কার করার সময় গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ সদস্য। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত পুলিশ সদস্যের নাম ওয়ারেস আলী (৪৫)। তার পরিচিতি নম্বর বিপি ৭৭৯৪০৩৪৬৬৯। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানায় কর্মরত।
আরও পড়ুনঃ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাজ কি?
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস জানান, “গতকাল রাত সাড়ে ১১টার দিকে কাটাখালী থানার এসআই ওয়ারেস আলী নিজের নামে ইস্যুকৃত পিস্তল পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত ডান পায়ের হাঁটুর উপরে গুলিবিদ্ধ হন। পরে তিনি জরুরি বিভাগে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।”
এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিনকে পাওয়া যায়নি।