
মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে দীর্ঘ দেড় মাস ধরে নিখোঁজ গৃহবধূ মোছাঃ রেনু বেগমের (৫০) সন্ধান চেয়ে সাংবাদিক সম্মেলন করেছেন তার স্বামী ও সন্তানরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের বাড়িতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিখোঁজের স্বামী মোঃ বাবলু শেখ, ছেলে মোঃ লিটন শেখ, মেয়ে বন্যা ও মেঘলা। তারা অভিযোগ করে বলেন, স্থানীয় মনোয়ার ও তার সহযোগীরা ষড়যন্ত্রের মাধ্যমে রেনু বেগমকে গোপনে আটকে রেখেছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে।
স্বামী বাবলু শেখ জানান, তার স্ত্রী রেনু বেগম পূর্বে একাধিকবার বাড়ি থেকে নিখোঁজ হলেও পরে ফিরে এসেছেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন। সম্প্রতি মনোয়ারের ভাই শাকিল সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে। এ মামলায় স্বাক্ষী হওয়ায় তারা হুমকির মুখে আছেন। তিনি আশঙ্কা করছেন, এরই ধারাবাহিকতায় তার স্ত্রীকে আটকে রাখা হয়েছে।
ছেলে লিটন শেখ বলেন, “আমার মা মাঝে মাঝে একাই বাড়ি থেকে চলে যেতেন, আবার কয়েকদিন পর ফিরেও আসতেন। কিন্তু গত ১ জুলাই সকাল ১১টার দিকে তিনি বের হয়ে যাওয়ার পর আর ফেরেননি। খোঁজাখুঁজির পর না পেয়ে ২৫ আগস্ট থানায় একটি সাধারণ ডায়েরি করি। একইসঙ্গে মনোয়ারপক্ষ আমাদের হুমকি দিচ্ছে এবং নানা ভাবে হয়রানির চেষ্টা করছে।”
আরও পড়ুনঃ রায়পুরায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
মেয়ে বন্যা জানান, “আমার মা নিখোঁজ হওয়ার পর বাবার বাড়িতে এসে থাকতে হচ্ছে। অথচ নানি মরিয়ম বেগম আমাদের সহযোগিতা না করে উল্টো মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। আমরা মায়ের সন্ধান চাই।”
এ বিষয়ে বালিয়াকান্দি থানার এসআই আকবর বলেন, বাবলু শেখ ও তার ছেলে লিটন অপহরণ মামলার স্বাক্ষী। তারা থানায় নিখোঁজ জিডি করেছেন। আবার তাদের বিরুদ্ধে রেনু বেগমের মা অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, পুলিশ তদন্ত করছে। তদন্তে সত্যতা বেরিয়ে আসবে এবং কেউ অপরাধে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।