
মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভারে র্যাব-৪ এর অভিযানে ধরা পড়েছে দূর্ধর্ষ সন্ত্রাসী আশুলিয়া থানা শ্রমিকলীগের সহ-সভাপতি ও একাধিক মামলার আসামি আনোয়ার হোসেন (২৯)।
সোমবার সকালে সিপিসি-২ এর একটি আভিযানিক দল আশুলিয়ার ডেন্ডাবর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, আনোয়ার হোসেনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ, হত্যা ও মাদক সংশ্লিষ্ট কার্যকলাপসহ মোট ৮টি মামলা রয়েছে।
গত ৫ আগস্ট ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাইপাইল মোড়ে আন্দোলনকারীদের ওপর হামলার নেতৃত্ব দেয় আনোয়ার ও তার সহযোগীরা। দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তারা হামলা চালালে বহু ছাত্র-জনতা গুরুতর আহত হন এবং মো. রাসেল গাজী (২৭) ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুনঃ র্যাবের হাতে নালিতাবাড়ীর আলোচিত হত্যা মামলার আসামি আজিজুল
এ ঘটনার পর হত্যাকাণ্ডের খবর বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আশুলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
র্যাব-৪ এর সিপিসি-২ এর কর্মকর্তারা জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



