
রুবেল গাজী রায়পুর(লক্ষীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চরপাতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হোসেন ভূঁইয়া বাড়ির প্রবাসী কবির হোসেন ভূঁইয়ার ঘরে এ ঘটনা ঘটে।
চোরের দল নগদ দেড় লাখ টাকা, ৬ হাজার সৌদি রিয়াল ও প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
ঘটনার খবর পেয়ে শনিবার সকাল ৯টার দিকে রায়পুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে প্রতারণার অভিযোগে ডিভোর্স, শ্বশুরবাড়ির সর্বস্ব খোয়ালেন নুরুজ্জামান
প্রবাসী কবির হোসেনের স্ত্রী ফাতেমা আক্তার জানান, ভোরে ফজরের নামাজ আদায় করতে উঠে দেখি ঘরের দরজা কাটা। আলমারির জিনিসপত্র এলোমেলো অবস্থায় খাটের উপর পড়ে আছে। আমি আমার দুই সন্তান নিয়ে পাশের রুমে ঘুমিয়ে ছিলাম। ধারণা করা হচ্ছে, রাত ২টার দিকে লোহার দরজা কেটে চোরেরা ঘরে প্রবেশ করে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।