spot_img

― Advertisement ―

spot_img

পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আমিনুল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও...
প্রচ্ছদসারা বাংলাগোদাগাড়ীতে আ.লীগ নেতা নয়ন মেম্বার গ্রেপ্তার

গোদাগাড়ীতে আ.লীগ নেতা নয়ন মেম্বার গ্রেপ্তার

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন নয়ন মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার প্রেমতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, নয়ন দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় ফেরার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলার পাশাপাশি আরও কয়েকটি অভিযোগ রয়েছে বলেও নিশ্চিত করেছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুনঃ সরকারি নির্দেশে বেরোবির ৯ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত

স্থানীয়রা জানান, নয়নের সঙ্গে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই প্রভাব খাটিয়ে ফারুক চৌধুরী দলীয় নিয়ম ভেঙে তাকে মাটিকাটা ইউনিয়নের (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন। অথচ দলের গঠনতন্ত্র অনুযায়ী একটি ইউনিয়নে একজন সাধারণ সম্পাদক থাকার বিধান রয়েছে।

এদিকে নয়নের গ্রেপ্তারের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলছেন, দলের প্রভাব খাটিয়ে তিনি এলাকায় নানা অনিয়ম করেছেন। এতদিন পার পেলেও অবশেষে তাকে আইনের মুখোমুখি হতে হলো।