spot_img

― Advertisement ―

spot_img

পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আমিনুল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও...
প্রচ্ছদসারা বাংলালালপুরে বিরল ঘটনা: একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, মারা গেছে দুইজন

লালপুরে বিরল ঘটনা: একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, মারা গেছে দুইজন

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলায় এক দিনমজুর দম্পতির ঘরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম হয়েছে। তবে জন্মের কিছুক্ষণ পরই দুই নবজাতক মারা গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রেশমা খাতুন নরমাল ডেলিভারির মাধ্যমে তিন ছেলে ও দুই মেয়েসহ পাঁচ সন্তানের জন্ম দেন। রাত ১১টার দিকে এক ছেলে ও এক মেয়ে মারা যায়। বুধবার সকালে উপজেলার সাঁইপাড়া গ্রামে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা রেশমা খাতুন বর্তমানে সুস্থ আছেন। তবে জীবিত থাকা তিন নবজাতক কিছুটা দুর্বল থাকায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ গোদাগাড়ীতে আ.লীগ নেতা নয়ন মেম্বার গ্রেপ্তার

এমন বিরল ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। স্থানীয় অনেকে হাসপাতালে ছুটে গিয়ে মা ও সন্তানদের খোঁজখবর নেন।

অর্থনৈতিকভাবে অস্বচ্ছল আসিব হোসেন সবুজ ঈশ্বরদী মিলিটারি ফার্মে দিনমজুর হিসেবে কাজ করেন। তিনি বলেন, “আমি দৈনিক ৪৪৫ টাকা আয় করি। এতগুলো সন্তানের খরচ বহন করা আমার জন্য কষ্টকর। আমি সবার কাছে দোয়া চাইছি, আর বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করছি।”