
ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জের ছাতক উপজেলার বাগবাড়ি গ্রামে পারিবারিক জমি বিরোধ মীমাংসার লক্ষ্যে আয়োজিত পঞ্চায়েত সালিশে প্রশাসনিক হস্তক্ষেপ করায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরিকুল ইসলামের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে বাগবাড়ি গ্রামে এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ বৈঠকে এ ক্ষোভের প্রকাশ ঘটে।
তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে একটি জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ মীমাংসার চেষ্টা চলছিল। কিন্তু হঠাৎ প্রশাসনের হস্তক্ষেপের কারণে তারা নিজেদের ন্যায্য ও মৌলিক বিচারের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।
এলাকাবাসীর ঐক্যবদ্ধ বৈঠকে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বুলি, এবং পরিচালনা করেন মাসুম আহমেদ। বৈঠকে বক্তব্য রাখেন মুরব্বি হাজী ফজলু মিয়া চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, জসিমউদ্দীন সালমান, মেহেদী হাসান সোনা মিয়া, রাজু আহমেদ, শিক্ষক দুলন তরফদার ও রজত দেবনাথ।
আরও পড়ুনঃ লক্ষ্মীপুরে এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায়
বক্তারা অভিযোগ করে বলেন, মীর আমান নামে এক ব্যক্তি নিজেকে “সমন্বয়ক” পরিচয়ে পরিচিত করে সম্প্রতি ইউএনও’র সহায়তায় নিজের বাড়িতে ব্যক্তিগত টিউবওয়েল স্থাপন করেছেন। এছাড়া তিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রশাসনিক কাজের নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছেন এবং প্রায়ই থানায় অবস্থান করছেন। বক্তারা বলেন, তার এই কর্মকাণ্ড প্রশাসনিক শৃঙ্খলা ও ন্যায়ের প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ণ করছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, “অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়েছি। আইনের মধ্যে থেকে যা করণীয়, প্রশাসন সেটাই করবে।”
এলাকাবাসী দাবি করেন, প্রশাসন যেন নিরপেক্ষতা বজায় রেখে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও সমাধান করে, যাতে সাধারণ মানুষের মধ্যে ন্যায়বিচারের আস্থা পুনরুদ্ধার হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন মাস্টার সোনাফর আলী, ছালিক মিয়া চৌধুরী রুকন, হাজী বুরহান উদ্দিন, চান মিয়া চৌধুরী, সুলতান মিয়া, সনি, আব্দুল্লাহসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক শতাধিক মানুষ।