spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাপাঁচ বছরে দেশকে দারিদ্রমুক্ত করা সম্ভব: রামগঞ্জে জামায়াত নেতার মন্তব্য

পাঁচ বছরে দেশকে দারিদ্রমুক্ত করা সম্ভব: রামগঞ্জে জামায়াত নেতার মন্তব্য

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে যাকাতভিত্তিক অর্থনীতি চালুর মাধ্যমে পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশকে দারিদ্রমুক্ত করা সম্ভব বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর–১ (রামগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রামগঞ্জ নূরে জান্নাত সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

নাজমুল হাসান পাটোয়ারী বলেন, ইসলামী অর্থনীতিতে দারিদ্র্য দূরীকরণের অন্যতম হাতিয়ার হলো যাকাতভিত্তিক অর্থব্যবস্থা। সমাজের বিত্তবানদের কাছ থেকে সংগৃহীত যাকাতের অর্থ রাষ্ট্রীয়ভাবে সঠিকভাবে ব্যবস্থাপনা করে কর্মসংস্থান তৈরি করা গেলে মাত্র পাঁচ বছরেই দেশ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব। তিনি নূরে জান্নাত সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির এই কার্যক্রমকে স্বাগত জানান।

আরও পড়ুনঃ ফুলবাড়ীতে ইয়াবাসহ মা-ছেলে আটক

নূরে জান্নাত সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ আলমের সার্বিক তত্ত্বাবধানে সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী আমজাদ হোসেন রিয়াদ, মাহফুজ খান, রাসেল আহমেদ এবং মাহমুদুল হাসান প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন জানান, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ইতোমধ্যে ১১৫টি পরিবারকে টিউবওয়েল, অর্ধশতাধিক কন্যাদায়গ্রস্ত পিতাকে নগদ অর্থ, শতাধিক অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা এবং অর্ধশতাধিক মানুষকে কর্মসংস্থানের জন্য উপকরণ প্রদান করেছে।