
জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা আফরিনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষ ‘মেঘমালা’-তে আয়োজিত এ সভায় নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় নবাগত ইউএনও রেজওয়ানা আফরিন বলেন, একটি উপজেলার সামগ্রিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, প্রশাসনের কাজ জনকল্যাণে—সেখানে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরা ও সমস্যা চিহ্নিতকরণ প্রশাসনকে আরও কার্যকর হতে সহায়তা করে।
আরও পড়ুনঃ মেঘনা–গোমতী সেতুর নিচে টাইমার বোমা সদৃশ বস্তু উদ্ধার
তিনি সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করে আরও বলেন, জনস্বার্থে কার্যকর ও জবাবদিহিমূলক প্রশাসন গঠনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ক্ষেত্রে সহযোগিতা ও সুদৃষ্টি অব্যাহত থাকবে।
সভা শেষে সাংবাদিক ও প্রশাসনের মধ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমন্বয় রেখে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।



