spot_img

― Advertisement ―

spot_img

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস বাতিলের দাবিতে জমিয়তের স্মারকলিপি

হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধি: জাতিসংঘের মানবাধিকার কমিশনের ঢাকা অফিস স্থাপন সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা জেলা প্রশাসকের মাধ্যমে...
প্রচ্ছদসারা বাংলাদুর্গাপুরে ৪টি বসতঘর ভাংচুর ,মামলা করলে প্রাণনাশের হুমকী

দুর্গাপুরে ৪টি বসতঘর ভাংচুর ,মামলা করলে প্রাণনাশের হুমকী


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে এক পরিবারের ৪টি বসতঘর ভাংচুর করার অভিযোগ। হামলায় দেশীয় রামদা দিয়ে কুপিয়ে তছনছ ও ভাংচুরের ঘটনা ঘঠেছে বলে জানা যায়।

গত রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার কচুয়াডহর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

ওই হামলার সময় রজব আলী(৫০) গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

হামলাকারীরা হলো চারকুড়িয়া ডহর গ্রামের মৃত আব্দুস ছালামে পুত্র
মাহবুব হোসেন(২৬),হাবিব হোসেন(৩৫),কামাল উদ্দিনের পুত্র শাকিব
মিয়া,মৃত আব্দুল খালেক এর পুত্র কামাল উদ্দিন সহ অজ্ঞাত ৩/৪জন।

আরও পড়ুনঃ ইমামকে অব্যাহতি: ঘটনা নিয়ে জবি প্রক্টরের বহুমুখিতা প্রদর্শন 

অভিযোগ দাখিলের পর হামলার ঘটনায় সরেজমিন তদন্ত করেণ দুর্গাপুর
থানা পুলিশের উপ-পরিদর্শক শাহজাহান মিয়া। তবে থানায় লিখিত
অভিযোগ দাখিলের পর থেকে হামলাকারী মাহবুব হোসেন মুঠোফোনে
প্রাণনাশের হুমকী দিয়েছেন বলে জানান ভুক্তভোগী মো.ছাবেদ আলী।

অভিযোগের বিবরণে জানা গেছে, মাহবুব এলাকায় মাদক ব্যবসার
পাশাপাশি মাদক সেবন করে থাকেন। হামলাকারীরা প্রতিবেশী বটে।
অহেতুক ঝগড়া লাগিয়ে থাকেন এলাকার লোকজনের সাথে। মাদক ব্যবসার
কেউ প্রতিবাদ করলে তার চৌদ্দগোষ্ঠী তুলে গালমন্দ করে থাকেন। ওই
গালমন্দের প্রতিবাদ করলে মাহবুব প্রকাশ্যে হুমকী দিয়ে যায় সময়
সুযোগ মতো পেলে দেখে নিবে।

ওই তর্কের সূত্র ধরে গত রোববার বিকেলে হামলাকারী মাহবুবের নেতৃত্বে একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা,ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটায়। এতে ২লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। একটি ব্যাটারি চালিত অটোরিক্সার তিনটি ব্যাটারি কুপিয়ে নষ্ট করে ফেলে।
ছাবেদ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা অত্যন্ত নিরীহ প্রকৃতির
মানুষ। মাহবুব এলাকায় দেদারছে মাদক ব্যবসা চালাচ্ছে।

এলাকায় বহিরাগত লোকজনের আনাগোনা খুব বেশি। এলাকার যুব সমাজটাকে
ধ্বংস করে দিচ্ছে ওই মাহবুব সহ একটি অসাধু চক্র। প্রতিবাদ করলে
বাড়ি-ঘরে হামলা চালায়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান,বাড়ি-ঘরে হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কাজ চলমান রয়েছে। তবে এ ঘটনার সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনা হবে।