spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলালালমনিরহাটে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন

লালমনিরহাটে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন

মো:রেজাউল করিম সোহেল, লালমনিরহাট: ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যে লালমনিরহাটে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (৩১ মে) সকালে লালমনিরহাট জেলাপ্রশাসকের কার্যালয় হতে একটি র‍্যালি বের হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব সালমা সিদ্দিকা মাহতাব। সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলাপ্রশাসক মোহাম্মদ উল্যাহ।

আরও পড়ুনঃ চাবি ঝুলছে লকারে, গায়েব গ্রাহকের ১৫০ ভরি স্বর্ণ

সভায় প্রধান অতিথির বক্তৃতায় যুগ্মসচিব বলেন, ধূমপান ও তামাক সেবনের কারণে হৃদরোগ, স্ট্রোক, ক্যানসার, ডায়াবেটিস-সহ নানা ধরনের জটিল রোগ দেখা দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। এ লক্ষ্যে সরকার কাজ করছে। তামাকের আগ্রাসন হতে শিশু-কিশোরদের সুরক্ষা প্রদান করে তামাক মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে তিনি পারিবারিক ও সামাজিক আন্দোলনের ওপর জোর দেন।

আলোচনাসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীরপ্রতীক প্রমুখ।