spot_img

― Advertisement ―

spot_img

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস বাতিলের দাবিতে জমিয়তের স্মারকলিপি

হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধি: জাতিসংঘের মানবাধিকার কমিশনের ঢাকা অফিস স্থাপন সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা জেলা প্রশাসকের মাধ্যমে...
প্রচ্ছদসারা বাংলাস্বৈরাচার বিরোধী সাবেক ছাত্রনেতা শফি আহমেদ আর নেই

স্বৈরাচার বিরোধী সাবেক ছাত্রনেতা শফি আহমেদ আর নেই

হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা শফি আহমেদ মারা গেছেন।

সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহহিল কাইয়ূম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যায় ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন শফি আহমেদ। পরে দ্রুত তাকে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ এক সময়ের বৃক্ষপ্রেমী অধ্যাপক এখন দুইশত বৃক্ষনিধনের হোতা

স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক শফি আহমেদ জাসদ থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে কেন্দ্রীয় উপ সম্পাদকের দায়িত্বও পালন করেন। ২০০৭ সালের বাতিল হওয়া নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। শফী আহমেদ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির নেতা ছিলেন।