spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদসারা বাংলাচট্টগ্রামের মিরসরাইয়ে গ্রীন টাওয়ারে আগুন

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রীন টাওয়ারে আগুন

মোঃ আবদুর রহিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাই বারইয়ারহাট পৌর বাজারের গ্রীন টাওয়ারে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ জুন) সকাল সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

গ্রিন টাওয়ারের ব্যবসায়ী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টায় ভবনের একটি এসি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ভবনের দ্বিতীয় তলার ভিশন ইলেকট্রনিক্স শো-রুম মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। পরে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা গিয়ে ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ দেবহাটায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এতে ভয়াবহ ক্ষতির মুখ থেকে অসংখ্য প্রতিষ্ঠান রক্ষা পায়। তবে তদন্তের আগে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলা যাবে না।