spot_img

― Advertisement ―

spot_img

ভাঙ্গায় নিখোঁজ রেদোয়ানের পচাগলা মরদেহ উদ্ধার

মোঃ রিয়াজ শেখ, ফরিদপুর (জেলা) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর রেদোয়ান নামের এক যুবকের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার...
প্রচ্ছদসারা বাংলাফরিদপুর পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে অতিরিতক্ত ডিআইজি

ফরিদপুর পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে অতিরিতক্ত ডিআইজি

মোঃ রিয়াজ শেখ, ফরিদপুর (জেলা) প্রতিনিধিঃ ফরিদপুর পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে রাজারবাগ এর অতিরিতক্ত ডিআইজি জনাব ডঃ মো: এমদাদুল হক।

আজ শুক্রবার(২১জুন) ফরিদপুর পুলিশ লাইনস্থ পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিতক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব ডা: মো: এমদাদুল হক।

প্রথমে তিনি পুলিশ হাসপাতাল পরিদর্শনের উদ্দেশ্যে আসলে তাঁকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। পরে তিনি পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন।

এসময় তিনি হাসপাতালের মজুদকৃত ঔষধ, চিকিৎসা সরঞ্জামাদি, প্যাথলজি বিভাগ, অপারেশন থিয়েটার, ব্লাড ট্রান্সফিউশন বিভাগসহ অন্যান্য সকল ইউনিট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি হাসপাতালে কর্মরত সকলের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি রোগীদের মানসম্মত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

আর পড়ুনঃ প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে দাওয়াত দিলো আওয়ামী লীগ

পরিদর্শনকালে তিনি পরিদর্শন নোটে স্বাক্ষর করেন। হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও কার্যক্রম সঠিকভাবে থাকায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফরিদপুর; জনাব মো: সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর; জনাব সৈয়দ হাসানুল কবির, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, ফরিদপুর; জনাব ডা. মৌমিতা দাস, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।