spot_img

― Advertisement ―

spot_img

কেন্দ্রীয় নেতা বকুলকে ‘ধানের শীষ’ ছিনিয়ে নেওয়ার হুমকি স্থানীয় নেতাদের

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী–৫ (রায়পুরা) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও...
প্রচ্ছদসারা বাংলাশিবপুরে বাসচাপায় কলেজছাত্রের মৃত্যু, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

শিবপুরে বাসচাপায় কলেজছাত্রের মৃত্যু, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ শিবপুরে বাসচাপায় মেহেদী হাসান (২০) নামে এক কলেজ পড়ুয়া ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ সাধারণ মানুষ বাসে আগুন ও ভাঙচুর চালায়। নিহত মেহেদী নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে ছাত্র। এই ঘটনার পর ঘাতক রুপসী বাংলা বাসের চালক পালিয়ে যায়। পরে প্রায় দুই ঘটনা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা।

আজ সোমবার দুপুরে শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের চৈতান্য এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিলেটগামী রুপসী বাংলা নামের দ্রুতগতির একটি বাস চৈতন্য সড়কে পৌঁছায়।এসময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মেহেদী হাসান ধাক্কা দেয় ওই বাসটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ কোটা বহাল: ৪র্থ দিনে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ 

নরসিংদী ইটাখোলা হাইওয়ে থানার ওসি মো: ইলিয়াস হোসেন বলেন, একজন শিক্ষার্থী মারা গিয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়। বাসটিকে জব্দ করে হাইওয়ে থানা ফাঁড়িতে নিয়ে যাচ্ছি। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবো।