spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাপরিবেশ রক্ষায় ৫লক্ষ গাছ লাগাব: মেয়র রেজাউল করিম

পরিবেশ রক্ষায় ৫লক্ষ গাছ লাগাব: মেয়র রেজাউল করিম

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ও সবুজ নগরী গড়ার প্রত্যয়ে ৮ জুলাই সোমবার নগরীতে ৫ লক্ষ গাছ লাগানোর কার্যক্রমের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

সোমবার দুপুরে টাইগারপাস্থ বিন্নাঘাস প্রকল্প এলাকায় বৃক্ষরোপন করে এই বিনামূল্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

আরও পড়ুনঃ চবিতে কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কারীকে হত্যার হুমকি

এসময় মেয়র বলেন, পরিবেশ রক্ষায় নগরীতে ৫ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছি৷ গাছগুলো কাউন্সিলরদের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে লাগানো হবে৷ বিনামূল্যে গাছের চারা বিতরণের মাধ্যমে পর্যায়ক্রমে একাজে সম্পৃক্ত করা হবে শিক্ষার্থীদের ও সামাজিক বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানকে।