spot_img

― Advertisement ―

spot_img

জলাতঙ্ক ভয় নয় , চাই সচেতনতা

মাহমুদুল হাসান, নিজস্ব প্রতিনিধিঃ প্রতি বছর জলাতঙ্ক রোগ নির্মূলে এবং জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে কৃত সাফল্যের স্মরণে পালন করা হয়। প্রথম জলাতঙ্কের টিকা তৈরি...
প্রচ্ছদসারা বাংলাশিবগঞ্জে শহীদদের স্মরণে আঁকা হচ্ছে গ্রাফিতি

শিবগঞ্জে শহীদদের স্মরণে আঁকা হচ্ছে গ্রাফিতি

মাহমুদুল হাসান, নিজস্ব প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র, শিক্ষার্থীদের ত্যাগ ও শহীদদের স্মরণ করতেই সারা দেশের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিচ্ছে গ্রাফিতি আঁকা আঁকিতে।

এর ই পরীপ্রেক্ষীতে আজ বৃহস্পতিবার (১৫ই আগস্ট) শিক্ষার্থীদের রং-তুলির আচঁড়ে বদলে গেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এলাকার চিত্র। শহরের বিভিন্ন দেয়াল ও বিলবোর্ডে নানা চিত্র এঁকে বৈষম্যবিরোধী আন্দোলনের শহিদদের স্মৃতি ধরে রাখতে চান তারা।

শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক ভাইয়েরা শহীদ হয়েছেন। দেশ রক্ষায় প্রান দিলো যারা তাদের স্মৃতি রক্ষায় প্রজন্ম ধরে রাখতে চায় তাদের জোগানো শক্তি।তাদের আন্দোলন ছিল নতুন করে দেশ স্বাধীনে। আমাদের ভাইয়েরা নিজের জীবন দিয়ে আবারও নতুন করে দেশকে স্বাধীন করেছে। তাদের বিলিয়ে দেওয়া জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় ও তাদের স্মরণে শহরের বিভিন্ন স্থানে আলপনা আঁকছি। আগামী প্রজন্মরা যেন এই আলপনা দেখে শহিদ ভাইদের স্মরণ করে এবং মনে রাখে।

আরও পড়ুনঃ হাসিনার হয়ে কাজ করা সবাইকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে-মির্জা ফখরুল

শিবগঞ্জ পৌরসভার রাস্তায় দেয়ালে দেয়ালে বিভিন্ন ছবিতে, ভাষায়, শহীদদের স্মরণে অনেক কিছু আঁকা হয়েছে। শিক্ষার্থীরা বলেন , আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি। তাই যে যেখানে আছেন, সেখান থেকে নিজ এলাকাকে সংস্কার করতে হবে। সব দুর্নীতি দুর করতে হবে।আমরা ইনশাআল্লাহ সুন্দর একটা সমাজ তথা দেশ তৈরি করবো।