spot_img

― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বর্ডার...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ার শাজাহানপুরে আবাসন কেন্দ্রে ভয়াবহ আগুনে নিঃস্ব ১০ পরিবার

বগুড়ার শাজাহানপুরে আবাসন কেন্দ্রে ভয়াবহ আগুনে নিঃস্ব ১০ পরিবার

গোলাম আজম,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর দক্ষিন পাড়া আবাসন কেন্দ্রে (গুচ্ছ গ্রাম) ভয়াবহ আগুনে ১০ পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

সোমবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে হঠাৎ গুচ্ছ গ্রামে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তেই আগুনে শাহিন,মালেক, পান ব্যবসায়ী নাজুসহ আরও ১০ টি পরিবারের ঘর আগুনে পুড়ে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শাজাহানপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখন পর্যন্ত নির্ণয় করা যায়নি (এই রিপোর্ট লেখা পর্যন্ত) বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

স্থানীয় ইউপি সদস্য আফজাল বাচ্চু জানান, আগুনে যেসব মানুষের ঘর পুড়েছে তারা সবাই দিনমজুর। একটি ঘরেরও কোনোকিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। ঘরে থাকা চালডাল খাতা কলম, টাকা পয়সা সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারগুলো সব হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে।

শাজাহানপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি মর্মান্তিক। খবর পেয়ে তাৎক্ষণিক পরিদর্শন করেছি। সেখানে উপজেলা পরিষদ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়া- ৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোস্তফা আলম নান্নু, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিদা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহা. অনিক ইসলাম, মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যক পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।