
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া গ্রামে জমজমাট মাদক ব্যবসা চলছে। মৃত্যু রশিদ আহম্মদের ছেলে আব্দুল হামিদ (২৬)। দীর্ঘ দিন ধরে ইয়াবা চোরাকারবারি কিশোর গ্যাং সন্ত্রাস এবং মাদক ডাকাতি করে আসছেন।
আরো জানা যায়, কয়েক বছর আগে ছিলো বেকার। কয়েক বছরে বাড়ি, ব্যবসা, ২/৩ টি শোরুম মটর সাইকেল। তার মূল ব্যবসা ইয়াবা তবে নিজেকে বৈধ ব্যবসায়ী সাজাতে শোরুমে ব্যবসা করে। আড়ালেই করে যাচ্ছে ইয়াবা।
গত ২০২০ সালে স্থানীয় উপজেলার জনপ্রিয় নিউজ পোর্টালে টেকনাফ টুডে এই ইয়াবা কারবারির বিরুদ্ধে একটি নিউজ প্রকাশ হয় সেই নিউজটা হলো,হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এবং ছোট লেচুয়া প্রাং এলাকায় আবারো স্থানীয় মাদক কারবারী এবং মাদকসেবী সিন্ডি কেটের অপতৎপরতায় পরিবেশ আবারো ভারী হয়ে উঠেছে বলে জানা গেছে ।
জানায়, হ্নীলা ইউনিয়নের অন্যতম জনগুরুত্বপূর্ণ পশ্চিম সিকদার পাড়া এবং ছোট লেচুয়া প্রাং এলাকায় এখন মাদকসেবীদের আনা -গোনাবেড়ে গেছে । তাদের উৎপাতে এখন এলাকার মানুষের চলাফেরা কষ্টদায়ক হয়ে পড়েছে । ছোট লেচুয়া প্রাং য়ের কয়েকজন ব্যক্তি বলেন,এই মাদকসেবীদের
কারণে বিভিন্ন বয়সের মেয়েরা পানি আনতে পারে না। এখানকার স্থানীয় মাদককারবারী সিন্ডিকেটগুলো আবারো সক্রিয় হয়ে উঠেছে।
আরো দেখা যায়,এখন অনেক গ্রুপে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মাদককারবার চালিয়ে যা চ্ছে বলে একাধিক স্থানীয় সুত্রের দাবী।
আরও পড়ুনঃ ভুল চিকিৎসায় রোগী মারা যাওয়ার তথ্য নিতে গিয়ে সাংবাদিক লাঞ্চিত
এদিকে পশ্চিম সিকদার পাড়ার মৃত রশিদ আহমদের পুত্র আব্দুল হামিদের জন্য একটি মা দককারবারী সিন্ডিকেট জাদিমোরা-নয়া পাড়া হতে অটো রিক্সা -টমটমযোগে মাদকের চালান এনে তার বোন জামাই ওসমানের বাড়িতে মওজুদ করছে । সেখান হতে স্থানীয় আবু ছিদ্দি কের পুত্র শহীদুল্লাহ (১৭) এবং আব্দুল করিম আকুর পুত্র রিক্সা চালক মাহমুদুল হক (১৮) কমিশনের ভিত্তিতে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সরবরাহ করছে বলে স্থানীয় কয়ে কজন ব্যক্তি
দাবী করেন আরো।
সীমান্ত উপজেলা টেকনাফ হ্নীলায় ইয়াবার চোরাকারবারি করে আসছেন প্রায় কয়েক বছর ধরে এই হামিদ তবে কেন এখন ও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে ধরা পড়ে না? কিভাবে এত দিন কোন আইনের চোখে আড়াল করতে পারছে নিজেকে এলাকার সচেতন মহলের প্রশ্ন