spot_img

― Advertisement ―

spot_img

দেবহাটার চাঁদপুরের মারকাজ মসজিদের ইমামকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশ

ইব্রাহীম হোসেন, দেবহাটা প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর এলাকার মারকাজ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা কুতুবউদ্দিনকে লাঞ্ছিত করার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনথাইল্যান্ডে আন্তর্জাতিক ইন্টার্নশিপে দেবহাটার রোকনুজ্জামান

থাইল্যান্ডে আন্তর্জাতিক ইন্টার্নশিপে দেবহাটার রোকনুজ্জামান

ইব্রাহীম হোসেন, দেবহাটা প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মেধাবী শিক্ষার্থী মো. রোকনুজ্জামান আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছেন। তিনি থাইল্যান্ডের মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বিশেষ এই ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নেবেন, যা আগামী ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল ২০২৫ পর্যন্ত চলবে।

রোকনুজ্জামান সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের দক্ষিণ কুলিয়া গ্রামের মাওলানা আব্দুল কাদেরের তৃতীয় পুত্র। তিনি জানান, আন্তর্জাতিক এই ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে তিনি উন্নত মানের দক্ষতা অর্জনের সুযোগ পাবেন, যা ভবিষ্যতে তার ক্যারিয়ার গঠনে সহায়ক হবে। এই সাফল্যের জন্য তিনি তার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বাবা-মা ও পরিবারের অনুপ্রেরণাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।

থাইল্যান্ডের ঐতিহ্যবাহী মহাসারাখাম বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রিত এই ইন্টার্নশিপ প্রোগ্রামে পোষা প্রাণীর অভ্যন্তরীণ চিকিৎসা, সার্জারি ও ইনপেশেন্ট কেয়ারের ওপর বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন তিনি। আগামী ২৫ মার্চ তিনি ঢাকা থেকে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন এবং ১৪ এপ্রিল দেশে ফিরবেন।

আরও পড়ুনঃ রামগঞ্জে ফসলি জমির টপসয়েল কাটায় ১ লাখ টাকা জরিমানা

রোকনুজ্জামান এই সুযোগকে তার শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন এবং আশা করছেন, এটি তার পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।