
নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা জেলার মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের নিয়মিত গভর্নিং বডিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন ড. ফুয়াদ হোসেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ মনোনয়ন দিয়েছে।
গত সোমবার (২১ জুলাই) মাউশির বেসরকারি কলেজ শাখার সহকারী পরিচালক মো. মঈন উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে, কলেজের মহাপরিচালক কর্তৃক মাউশিতে জমা দেওয়া আবেদনের প্রেক্ষিতে ড. ফুয়াদ হোসেনকে এ মনোনয়ন প্রদান করা হয়।
বর্তমানে ড. ফুয়াদ হোসেন সাভারে অবস্থিত গণ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের অধিভুক্ত বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন। একইসাথে তিনি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বও পালন করছেন।
আরও পড়ুনঃ রাজশাহীতে চোখের জলে শেষ বিদায়, চিরনিদ্রায় শায়িত হলেন পাইলট তৌকির
শিক্ষাজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরবর্তীতে শ্রীলঙ্কার রুহুনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি, বাঁধন জাবি জোনের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান উপদেষ্টা, জাবি বায়োকেমিস্ট্রি এলামনাই এসোসিয়েশনের সহ সভাপতি এবং নওয়াপাড়া মডেল স্কুল এলামনাই এসোসিয়েশনের আহবায়ক সদস্য সহ বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পৃষ্ঠপোষক।
ড. ফুয়াদ হোসেনের এ মনোনয়ন শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতি বলেই মনে করছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা