তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ( ইবি) ‘এই সংসদ দেশ সংস্কারে অর্থনীতির চেয়ে শিক্ষা খাতকে বেশী গুরুত্ব দিবে’ শীর্ষক আন্তঃব্লক প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) রাতে সাদ্দাম হোসেন হলে এ বিতর্কের আয়োজন করেন ইসলামিক ইউনিভার্সিটি হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। এতে সহযোগিতা করেন সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটি।
ইসলামিক ইউনিভার্সিটি হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সভাপতি রাশেদুল ইসলাম রাফির সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান। এছাড়া সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি দিদারুল ইসলাম রাসেল, সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সহ সভাপতি আবু সোহান ও শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় সরকার পক্ষের বিতার্কিকরা হলেন, প্রধানমন্ত্রী মোস্তাফিজুর রহমান, মন্ত্রী হাম্মাদ তালুকদার, সাংসদ ইমতিয়াজ উদ্দিন সাজিদ ও বিরোধী পক্ষের বিতার্কিকরা হলেন, দলীয় নেতা আব্দুল বারী শরীফ, উপনেতা আব্দুল্লাহ আল কাফী ও সাংসদ শান্ত শিশির ইসলাম।
স্পীকার ছিলেন সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি দিদারুল ইসলাম রাসেল। বিচারক হিসেবে ছিলেন শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।
প্রতিযোগিতায় বিরোধী পক্ষ বিজয় লাভ করে এবং সেরা বিতার্কিক নির্বাচিত হন বিরোধী পক্ষের দলীয় নেতা আব্দুল বারী শরীফ।
আরও পড়ুনঃ উপাচার্যের আশ্বাসে ক্লাসে ফিরবে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
বিতর্ক শেষে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘জুলাই আগস্টের বিপ্লবোত্তর নতুন বাংলাদেশ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণ সমাজ এগিয়ে যাচ্ছে। দেশ সংস্কারে করণীয় সম্পর্কে তাদের ভাবনা এ বিতর্কের প্রতিপাদ্য নির্ধারণে চিন্তার খোরাক যুগিয়েছে। নৈতিক মূল্যবোধ এবং দেশপ্রেম জাগ্রত করে এমন শিক্ষাকে অবলম্বন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সম্পদের সুষ্ঠু ও সুষম বন্টন নিশ্চিত করতে পারলে সংস্কারের সুফল পাওয়া যাবে। শিক্ষাকে উপেক্ষা করে অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব নয়, আবার সুনির্দিষ্ট অর্থনৈতিক পরিকল্পনা ব্যতীত শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করে দেশকে টেকসই উন্নয়ন সম্ভব নয়। সাদ্দাম হোসেন হলের বিতার্কিকবৃন্দ আশা করি এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।’
সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি দিদারুল ইসলাম বলেন, ‘সমাজে চলমান নানান অসঙ্গতি নিয়ে বুদ্বিভিত্তিক আলোচনার মাধ্যমে মননের উন্নতি ও কাঙ্খিত মানবসম্পদ সৃষ্টি করা আমাদের একনিষ্ঠা প্রেরণা। মহান বিজয় দিবস উপলক্ষ্য আজকের প্রীতি বিতর্ক সেই লক্ষ্যের মহান বহিঃপ্রকাশ। আমরা বিশ্বাস করি নীবন- প্রবীণ সদস্যদের সমন্বয়ে এমন বিতর্ক আমাদের চিন্তা, চেতনা ও মনের যৌক্তিক উন্নতি সাধন নিশ্চিত করবে।