তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক বিপুল রায়ের বিরুদ্ধে নারী সহকর্মী সহকারী অধ্যাপক ইফফাত আরা অসদাচরণের অভিযোগ তুলেছেন।
শনিবার (১১ জানুয়ারি) তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের কাছে লিখিত অভিযোগ জমা দেন।
ইফফাত আরা অভিযোগে উল্লেখ করেন, গত ৮ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে বিভাগের সকল শিক্ষকের উপস্থিতিতে বিভাগীয় সভাপতির কাছে তিনি জানতে চান, কেন তিনি একাডেমিক কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে উপাচার্যের কাছে গেস্ট টিচারের নাম প্রস্তাব করেন।
তিনি বলেন, “এই প্রশ্ন করার পর অধ্যাপক বিপুল রায় অতিমাত্রায় রেগে গিয়ে উচ্চস্বরে ধমকের সুরে কথা বলেন এবং আমাকে অপমান করেন। তিনি বারবার চিৎকার করে বলতে থাকেন, ‘আমাকে নিয়ম শেখাতে আসবেন না। আপনি সবকিছুতে নিয়ম দেখান।’ পাশাপাশি তিনি আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বলেন, ‘নিজে যেমন, সেরকম ভাবেন সবাইকে।'”
ইফফাত আরা আরও অভিযোগ করেন, সহকর্মীদের শান্ত করার চেষ্টার পরও বিপুল রায় ক্রমাগত আক্রমণাত্মক এবং অশোভন আচরণ করে তাকে মানসিকভাবে বিপর্যস্ত ও ভীত করেছেন।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সিসি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে বিষয়টি যাচাই করার অনুরোধ জানিয়েছেন।
আরও পড়ুনঃ ইবির হিসাববিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতির দায়িত্ব গ্রহণ
অধ্যাপক বিপুল রায় বলেন, “তিনি কেন এসব অভিযোগ দিয়েছেন আমি জানি না। এসব বিষয়ে আমার কোনো সংশ্লিষ্টতা নেই এবং এমন কোনো ঘটনা ঘটেনি।”
রেজিস্ট্রার এইচ এম আলী হাসান জানান, অভিযোগটি পেয়েছেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
সম্প্রতি বিভাগের নাম পরিবর্তন নিয়ে সৃষ্ট বিতর্কে একাধিক শিক্ষার্থীর সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। জানা যায়, এসব কর্মকাণ্ডে অধ্যাপক বিপুল রায়ের মদদ থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি, তার নিয়োগ এবং পিএইচডি সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ নিয়েও বিতর্ক রয়েছে।
ইফফাত আরা কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। একইসঙ্গে তিনি তার অভিযোগের সুষ্ঠু বিচার দাবি করেছেন।