
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রথম দিন ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। নিরাপত্তা, শৃঙ্খলা ও পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নেয়া হয়েছে চারস্তরের নিরাপত্তাব্যবস্থা এবং নানা ধরনের সহায়ক উদ্যোগ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ফোর্স, র্যাব টিম, আনসার, বিএনসিসি ও রোভার সদস্যদের পাশাপাশি স্টকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী প্রস্তুত থাকবে। ক্যাম্পাসের ভেতরে-বাইরে থাকবে সার্বক্ষণিক পুলিশ ও র্যাবের টহল। প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে যাতে পরীক্ষা হয় নকল ও প্রক্সি মুক্ত।
প্রথম দিন ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সি ইউনিটে অংশ নেবে ১৩১০ জন শিক্ষার্থী। অনুষদ ভবন ও রবীন্দ্র নজরুল কলা ভবনে সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৯টা থেকে প্রবেশপত্র দেখিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে। তবে কোনো ইলেকট্রনিক ডিভাইস, হাতঘড়ি ইত্যাদি কেন্দ্রে আনা যাবে না। ভবনের নিচে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা পরীক্ষার্থীদের যাচাই করে কক্ষ বরাদ্দ দেবেন।
দেরিতে আসা পরীক্ষার্থীদের কেন্দ্রে দ্রুত পৌঁছাতে সহায়তার জন্য থাকবে সিকিউরিটি টিমের দুটি মোটরসাইকেল ও দুটি গাড়ি। অভিভাবকদের জন্য শহীদ মিনারের পেছনে বসার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া মেইন গেটের সামনে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর স্টল বসানো হবে, যেখানে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিভিন্ন সেবা প্রদান করা হবে।
আরও পড়ুনঃ রায়পুর সরকারি কলেজে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন
গুচ্ছভুক্ত সি ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, “সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের কাছে ইতোমধ্যে প্রশ্নপত্র হস্তান্তর করা হয়েছে এবং নিরবচ্ছিন্ন পরীক্ষার জন্য একাধিক কমিটি দায়িত্ব পালন করছে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ প্রস্তুত। ডিন, প্রক্টরসহ সংশ্লিষ্ট সবাই নিজ নিজ দায়িত্ব পালন করছেন। আমি নিজে অফিস থেকে মনিটর করছি সকল কার্যক্রম। ছাত্র সংগঠনগুলোর স্টল বসানো হয়েছে লটারির মাধ্যমে এবং শিক্ষকদের গাড়ি ডরমিটরির পাশের গেট দিয়ে প্রবেশ করবে। মেইন গেট দিয়ে শুধুমাত্র পরীক্ষার্থীরাই ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সকল প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় একটি উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।”