
ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে একদল শিক্ষার্থী।
রোববার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা তার কুশপুত্তলিকা দাহ করেন এবং পরে রেজিস্ট্রারের কক্ষে তালা ঝুলিয়ে দেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দেন এবং দ্রুত রেজিস্ট্রারের অপসারণ দাবি করেন। তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, “ফ্যাসিবাদের দোসররা অধ্যাপক ড. মুহসিন উদ্দীন স্যারকে নিয়ে কটূক্তি করেছে এবং তাকে একাডেমিক ও সিন্ডিকেট থেকে অব্যাহতি দিয়েছে। আমরা আন্দোলন করে আসলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কোনো গুরুত্ব দেয়নি। তাই বাধ্য হয়ে আজ রেজিস্ট্রার দপ্তরে তালা লাগিয়েছি। যতক্ষণ সুষ্ঠু সমাধান না হবে, এই তালা খুলবো না।”
কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী স্বপ্নিল অপূর্ব রকি বলেন, “রেজিস্ট্রার মনিরুল নারী কেলেঙ্কারিতে জড়িত এবং অতীতে মনপুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে বহাল রাখা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা। আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।”
আরও পড়ুনঃ ‘কোপা দেল রে’ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা, এবার লক্ষ্য ট্রেবল জয়
এর আগে গত ২৪ এপ্রিল আন্দোলনকারী শিক্ষার্থীরা রেজিস্ট্রার মনিরুল ইসলামের অপসারণসহ চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুই দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। এছাড়া অধ্যাপক ড. মুহসিন উদ্দীনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।