
মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সিট ভাড়া পুনরায় ৫০০ টাকায় নির্ধারণ করেছে কলেজ প্রশাসন। অতিরিক্ত ভাড়া বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ মে) বিকেলে কলেজ প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।
বিকেল সাড়ে ৫টায় কলেজের প্রশাসন ভবনের শিক্ষক মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. যহুর আলী ভাড়া কমানোর ঘোষণা দেন। সভায় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. সেরাজ উদ্দিন, ছাত্রাবাসের প্রধান তত্ত্বাবধায়ক ড. শাহ মো. মাহবুব আলম, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম, ছাত্র প্রতিনিধি শরিফুল ইসলাম সৌরভসহ ছাত্রাবাসের বিভিন্ন ব্লকের প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, “৫ আগস্টের পর থেকে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বারবার ভাড়া কমানোর দাবি জানিয়ে আসছিল। স্মারকলিপি প্রদান ও আন্দোলনের মাধ্যমে আজ আমরা সেই দাবি বাস্তবায়ন করাতে পেরেছি।”
ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম বলেন, “দীর্ঘদিনের সাধারণ শিক্ষার্থীদের একটি ন্যায্য দাবিকে বাস্তবায়ন করায় আমরা প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আশা করি, ভবিষ্যতেও সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে প্রশাসন ইতিবাচক ভূমিকা রাখবে।”
আরও পড়ুনঃ রাজবাড়ীর কালুখালীতে আম গাছ থেকে পড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু
প্রসঙ্গত, অতিরিক্ত ভাড়া আরোপের প্রতিবাদে ১৪ মে এক মানববন্ধনে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কলেজ অধ্যক্ষ। এরপর প্রশাসন ২২ মে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার ঘোষণা দেয়। সেই আলোচনার ফলেই অবশেষে দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন হলো।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবাসিক শিক্ষার্থীরা এখন থেকে পূর্বের মতোই ৫০০ টাকা মাসিক ভাড়ায় ছাত্রাবাসে থাকতে পারবেন, যা সকলের মাঝে স্বস্তি এনেছে। শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে সাধারণ শিক্ষার্থীদের জয় হিসেবে দেখছেন।