দুই ন্যানোমিটারের চিপ দিয়ে ফোন আনছে অ্যাপল

9
দুই ন্যানোমিটারের চিপ দিয়ে ফোন আনছে অ্যাপল
দুই ন্যানোমিটারের চিপ দিয়ে ফোন আনছে অ্যাপল। ছবিঃ সংগৃহীত

মুহাম্মদ মেহেদী হাসান, নিজস্ব প্রতিনিধিঃ

দুই ন্যানোমিটারের চিপ দিয়ে ফোন আনছে অ্যাপল। অ্যাপলই হবে প্রথম ইলেকট্রনিকস প্রস্তুতকারক প্রতিষ্ঠান যারা ২এনম চিপ ব্যাবহার করবে তাদের ফোন বাজারে আনবে। চিপ তৈরির দায়িত্বে থাকছে টিএসএমসি।

কোরিয়ার ডিজিটাইমস এশিয়ার মতে, অ্যাপল এর এক বিশ্বস্ত সুত্রে জানিয়েছে তাঁরা দুই ন্যানোমিটারের চিপ ব্যাবহার করে খুব শীঘ্রই ফোন আনছে। এর জন্য টিএসএমসি তাদের উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে। নতুন করে গেট-অল-অ্যারাউন্ড(জিএএ) ম্যানুফাকচারিন প্রসেস এর উপর ভিত্তি করে দুই ন্যানোমিটারের চিপ তৈরির জন্য আলাদা ইউনিট স্থাপন করেছে।

অন্যদিকে টিএসমসি এর প্রতিবেদন অনুযায়ী, তাঁরা তাইওয়ানে ২টি ইউনিট তৈরি করছে যেখানে জিএএ প্রসেস ব্যবহার করে দুই ন্যানোমিটারের চিপ তৈরি করবে এবং ৩য় ইউনিটের অনুমোদন খুব দ্রুত পাবে বলে আশাবাদি। কোম্পানিটি ২০২৫ এর ২য় অর্ধে এই চিপ তৈরির কাজ শুরু করবে বলে আশা করছেন।

এর আগে তাঁরা ৩ ন্যানোমিটারের চিপে আরও উন্নত করার জন্য কাজ করেব জানিয়েছে। তাঁরা ইতোমধ্যে N3E এবং N3P চিপ উৎপাদনের ঘোষণা করেছে যেগুলি ইনহেন্সড ৩ ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের উপর ভিত্তি করে তৈরি। যদিও N3X এর মতো অন্যান্য চিপগুলি বর্তমানে কাজ করছে।

আরও পড়ুনঃ বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি সামসুল আরেফিন

ন্যানোমিটার শব্দটি চিপ ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় ট্রানজিস্টরের আকারকে বোঝাতে। ২,৩,৪ ইত্যাদি দিয়ে আমরা চিপ এর মধ্যে ব্যবহার করা ট্রানজিস্টর গুলোএর এক একটির সাইজ সম্পর্কে ধারণা পাই। আকারে ছোট ট্রানজিস্টরগুলিকে অল্প জায়গায় অনেক বেশি সংখ্যক রাখা যায় এতে প্রসেসিং ক্ষমতাও অনেক বৃদ্ধি পায় এবং অনেক ইফিসিয়েন্টও হয় একই সাথে ব্যাটারীর কর্মদক্ষতাও বৃদ্ধি পায়।

গত বছর, অ্যাপলের আইফোন ১৫প্রো মডেলের জন্য তাঁরা এ১৭ প্রো চিপ এবং নতুন ম্যাকের জন্য এম৩ সিরিজের চিপগুলি বাজারে আনে, উভয়ই ৩ ন্যানোমিটার আর্কিটেকচারে নির্মিত চিপ হলেও ধারণা করা যাচ্ছে আইফোন ১৭ প্রো মডেলটি ২ ন্যানোমিটার চিপ দিয়ে আসতে পারে।