মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামের উদ্যোগে শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টায় হেফজুল উলুম কামিল মাদ্রাসা ময়দানে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় এই সম্মেলন হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, “১৫ বছরের স্বৈরশাসনের পর আল্লাহ তায়ালা আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ দিয়েছেন। আমরা এই বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই।” তিনি আরো উল্লেখ করেন, চলমান স্বৈরশাসনকে জনগণ পুনরায় দেখতে চায় না এবং জনগণের অধিকার নিশ্চিত করার পাশাপাশি কথা বলার স্বাধীনতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুনঃ বীরগঞ্জে বিএনপির ২গ্রুপে সংঘর্ষে ৫জন আ’হ’ত
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, এবং অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এই সম্মেলনের মাধ্যমে জামায়াতে ইসলামী তাদের রুকনদেরকে একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ গঠনের লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।