
মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ বিএনপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, “অতীতে যেমন রাজপথে থেকে আন্দোলন ও সংগ্রাম করেছে বিএনপি, ঠিক তেমনি ভবিষ্যতেও দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আছে দলটি। ছাত্র-জনতার অভ্যুত্থানে পরাজিত অপশক্তিকে মোকাবেলায় দেশপ্রেমিক সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
মঙ্গলবার (১০ জুন) চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘জুলাই বিপ্লব স্মৃতি হলে’ আয়োজিত এক সাংবাদিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “গণমানুষের শক্তিতে সৃষ্ট বিএনপির প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ পেলে বিএনপি-ই জনগণের রায় নিয়ে বিজয়ী হবে। কিন্তু এর আগেই পলাতক স্বৈরাচারের দোসররা আবারও দেশকে বিপদে ফেলতে চায়। মাফিয়া সরকার দেশের অর্থনীতিকে আমদানি নির্ভর ও ঋণনির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। এখন তারা সাম্প্রদায়িকতা ছড়ানোর মাধ্যমে আবার বাংলাদেশকে বিপজ্জনক রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিত করাতে চাইছে।”
সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সদস্য সচিব জাহিদুল করিম কচি। অনুষ্ঠান শুরু হয় নিউজগার্ডেন সম্পাদক কামরুল হুদার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, “পলাতক স্বৈরাচারের ১৫ বছরের দুঃশাসনের ক্ষত এখনও জনগণ বহন করে চলেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ প্রমাণ করেছে—বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জাতীয়তাবাদী শক্তির বিকল্প নেই।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, এডভোকেট আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, সফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াসিন চৌধুরী লিটন, মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ।
আরও পড়ুনঃ ময়মনসিংহে গুম-খুনের শিকার হয়েও রাজপথ ছাড়েনি ছাত্রদল: রাকিব
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ওসমান গণি মনসুর, মুস্তফা নাঈম, রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী, এনাম হায়দার, এমরান এমি ও ইভেন মির। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ইসমাইল বালি, মোহাম্মদ জাফর, নূর উদ্দিন নুরু, এম এ সবুর, আবু মুসা প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা অন্তর্বর্তী সরকারের একাংশের নির্বাচনী বিলম্বের পাঁয়তারা, পতিত সরকারের পুনর্বাসন প্রচেষ্টা এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, “বিএনপিকে ছাড়া এ দেশে কোনো গণতান্ত্রিক সরকার সম্ভব নয়।”