spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদসারা বাংলাঅনুপস্থিত মেয়র ও ইউপি চেয়ারম্যানদের দায়িত্ব পালনের ব্যবস্থা

অনুপস্থিত মেয়র ও ইউপি চেয়ারম্যানদের দায়িত্ব পালনের ব্যবস্থা

মোঃ তরিকুল মোল্লা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার ফলে জনসেবা ও পরিষদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সরকার বিভাগ থেকে নতুন একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, চেয়ারম্যানদের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যানদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। যদি প্যানেল চেয়ারম্যানও অনুপস্থিত থাকেন, তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব পালন করবেন।

এই সিদ্ধান্তের মাধ্যমে স্থানীয় সরকারের কার্যক্রম সচল রাখা এবং জনসেবায় বিঘ্নতা দূর করার প্রচেষ্টা করা হচ্ছে। ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী, এই নির্দেশনা বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকদের মাধ্যমে কার্যকর হবে, যাতে পরিষদের কার্যক্রম নির্বিঘ্নে চলমান থাকে।

আরও পড়ুনঃ টেকনাফে জাগরণ চক্র ফাউন্ডেশনের কর্মশালা অনুষ্ঠিত

এই নতুন নির্দেশনার ফলে স্থানীয় পর্যায়ে সুশাসন ও কার্যকর সেবা প্রদানের সুযোগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।