spot_img

― Advertisement ―

spot_img

সৃজনঘরের জাতীয় সিরাত প্রতিযোগিতায় দ্বিতীয় ইবি শিক্ষার্থী ইহসানুল হক 

ইবি প্রতিনিধি: বৃহত্তর সিলেটের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংগঠন সৃজনঘরের তারুণ্যের মাহফিল-এর তৃতীয় সিজন অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজ-ইউনিভার্সিটি ভিত্তিক জাতীয় সিরাত প্রতিযোগিতার ভিজুয়াল আসর ‘টুয়েলভ...
প্রচ্ছদখেলাধুলাফুটবল'কোপা দেল রে' শিরোপা ঘরে তুললো বার্সেলোনা, এবার লক্ষ্য ট্রেবল জয়

‘কোপা দেল রে’ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা, এবার লক্ষ্য ট্রেবল জয়

স্পোর্টস ডেস্ক: স্পেনের সেভিয়ায় এস্তাদিও লা কার্তুজা ডি সেভিলায় অনুষ্ঠিত ১১৬তম কোপা দেল রে ফাইনালে রবিবার রাত ২টায় মুখোমুখি হয় মাদ্রিদ-বার্সা। রিয়াল মাদ্রিদকে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে এফসি বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে কাতালানরা।

ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা ছিল দৃঢ় প্রতিজ্ঞ। ম্যাচের ১৫ মিনিটে লামিন ইয়ামালের বাড়ানো পাস থেকে পেড্রি গোল করে বার্সেলোনাকে ১-০ গোলে এগিয়ে দেন। প্রথমার্ধজুড়ে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে কার্যত খেলার সুযোগই দেয়নি। বিশেষ করে রিয়ালের ফুলব্যাক ফারলান মেন্ডির ইনজুরি এবং তার বদলি ফ্রান গার্সিয়ার দুর্বল পারফরম্যান্স কাতালানদের আক্রমণকে আরও সহজ করে তোলে।

দ্বিতীয়ার্ধে রদ্রিগোর বদলে কিলিয়ান এমবাপ্পেকে মাঠে নামান কার্লো আনচেলত্তি। নেমেই সমতা ফেরান এমবাপ্পে। এরপর আর্দা গুলারের কর্নার কিক থেকে শুয়েমেনির দুর্দান্ত হেডে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। রিয়ালের মিডফিল্ডার জুডে বেলিংহাম বল হারালে সুযোগ কাজে লাগিয়ে ফেরান তোরেস গোল করে বার্সাকে ২-২ সমতায় ফেরান।

নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে বার্সেলোনার ডিফেন্ডার জুলেস কুন্ডে গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন এবং নিশ্চিত করেন বার্সেলোনার ট্রফি জয়।

এই পরাজয়ে রিয়াল মাদ্রিদ কোপা দেল রে ও লা লিগায় শিরোপার লড়াই থেকে অনেকটাই ছিটকে পড়েছে। অন্যদিকে, বার্সেলোনা ‘কোপা দেল রে’ শিরোপা জয়ের মাধ্যমে এবারের মৌসুমে ট্রেবল জয়ের (কোপা দেল রে, লা লিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ) আশায় এক ধাপ এগিয়ে গেল।

আরও পড়ুনঃ বার্সেলোনার ট্রেবল জয়ের পথে বড় বাধা রেয়াল মাদ্রিদ, প্রতিশোধের অপেক্ষায় লস ব্লাঙ্কোসরা

হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনার এই দুর্দান্ত মৌসুম অনেকটা ইতিহাস গড়ার দিকে এগোচ্ছে। এখন তাদের সামনে রয়েছে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের মিশন।

অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে এক মৌসুমে তিনবার হারার পর রিয়াল মাদ্রিদকে নতুন করে দল গোছানোর এবং ভবিষ্যতের জন্য শক্তভাবে প্রস্তুতি নেওয়ার চ্যালেঞ্জ নিতে হবে।

এডি/ মুহাম্মদ কাইউম