spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদসারা বাংলানরসিংদীর মনোহরদীতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন: পৈত্রিক সম্পত্তি পুনরুদ্ধারের দাবি

নরসিংদীর মনোহরদীতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন: পৈত্রিক সম্পত্তি পুনরুদ্ধারের দাবি

মোঃ তালাত মাহামুদ, ক্রাইম রিপোর্টার: শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের আকানগর গ্রামে তাদের পৈত্রিক সম্পত্তি পুনরুদ্ধার এবং ভূমিদস্যু অহিদ মুহুরী গংদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার দাবি জানান। সাগর আফরাদ রিপন, তার মা, স্ত্রী এবং সন্তান উপস্থিত থেকে তাদের দাবি তুলে ধরেন।

শনিবার(১২অক্টোবর) নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এই দাবি তুলেন।

সাগর আফরাদ রিপন অভিযোগ করেন, তাদের পৈত্রিক সম্পত্তি ফেরত পাওয়ার জন্য তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, কিন্তু অহিদ মুহুরী এবং তার সহযোগীরা জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাদের উপর নানা অত্যাচার ও হুমকি-ধামকি দিচ্ছে। সাগরের স্ত্রীও কুপ্রস্তাব এবং বিভিন্ন ধরনের হুমকির শিকার হয়েছেন বলে জানান।

পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকবার শালিস দরবার করা হলেও, স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান রবিন এবং দোলা চেয়ারম্যানের উপস্থিতিতে কোনো সুরাহা হয়নি। আকানগর মৌজার খতিয়ান নং ৪০৭, জোত নং ৪১১ এবং আরএস দাগ নং ১৫৫, ২২৬, ৬০ ও ২৩৭ এর অন্তর্ভুক্ত সম্পত্তির ওপর অহিদ মুহুরী গংদের দখলদারিত্বের অভিযোগ তুলেছেন তারা।

আরও পড়ুনঃ রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

শহীদ মুক্তিযোদ্ধার পরিবার দাবি করেন, আওয়ামী লীগের ক্ষমতার দাপটে অহিদ মুহুরী চাঁদাবাজি, মাস্তানি এবং জমি দখল করে আসছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে বলে অভিযোগ ওঠে।

সংবাদ সম্মেলনে, তারা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং নরসিংদী সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জের কাছে ন্যায়বিচার এবং অবিলম্বে ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আবেদন জানান।