
মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আমিনুল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পদ্মার আলাইপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আমিনুল ইসলাম বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গাবতলীপাড়া গ্রামের আলিমউদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে প্রায় ১১টার দিকে তিনি পাঁচজন সহচরকে নিয়ে পদ্মানদীতে মাছ ধরতে যান। সবাই নদী সাঁতরে অপর পাড়ে গিয়ে হাত দিয়ে মাছ ধরছিলেন। এ সময় তার চাচাতো ভাই সহিদুল ইসলাম স্রোতের টানে ভেসে গেলে অন্যরা তাকে দ্রুত উদ্ধার করে। পরে সবাইকে রেখে আমিনুল নিজে সাঁতরে ফেরার সময় আলাইপুর ঘাটের কাছাকাছি অংশে নদীতে তলিয়ে যান।
এ ঘটনায় স্থানীয়রা নৌকা ও জাল ফেলে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে টানা চার ঘণ্টা অভিযান চালিয়ে বিকেলে মরদেহ উদ্ধার করে।
রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার আব্দুর রাজ্জাক বলেন, “আমরা তিন সদস্যের একটি দল নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করি। দীর্ঘ সময় চেষ্টা চালানোর পর বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
আরও পড়ুনঃ কালীগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় সিএনজির ২ যাত্রী নিহত, আহত ৩
বাঘা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করি। পরে ডুবুরি দলের সহায়তায় মরদেহ উদ্ধার সম্ভব হয়।”
চারঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, “পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
পাকুড়িয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মুনছুর রহমান বলেন, “স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে। এ ঘটনায় আমিনুলের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”