
জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ “আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় র্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মেঘমালা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। আলোচনা সভায় বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবির এবং টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হকসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও সামাজিক নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ রামগঞ্জে বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কন্যাশিশু ও তাদের অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।
দিবসটি উপলক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে ছয়টি মহিলা সমিতিকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সহায়তা সমিতিগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি আনবে এবং সমাজে কন্যাশিশুর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।